মোহাম্মদ ইউনুছ,নাইক্ষ্যংছড়ি
নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চাকঢালা থেকে রোজিনা আক্তার (২২) নামের এক সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ১ মার্চ’ সোমবার দুপুর ১টায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩বছর আগে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ঘোনার পাড়ার সোলতান আহমদের ছেলে মো ঃ জসিম উদ্দিন (২৫) এর সাথে একই উপজেলার ৫নং সোনাইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড জারুলিয়াছড়ি গ্রামের ইউছুফ আলীর মেয়ে রোজিনা আক্তার (২২) এর প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়। পরবর্তীতে পারিবারিকভাবে মেনে নিয়ে জসিম উদ্দিনের বাড়িতে সংসারিক জীবন শুরু করে। নিহতের মা শাহেনা আক্তার এ প্রতিবেদককে জানান, তাদের অমতে ৩বছর আগে চাকঢালা গ্রামের দিন মজুর জসিম উদ্দিনের সাথে তার উচ্চ মাধ্যমিক পাশ মেয়ে রোজিনার সাথে প্রেমঘটিত কারণে বিয়ে হয়। তাদের সংসারে লুৎফা আক্তার নামের ১৫ মাসের একটি কন্যা সন্তানও রয়েছে। তার মৃত্যুর বিষয়টি ঘটনার দিন দুপুর ২টায় আমার ভাশুরের মেয়ের মাধ্যমে জানতে পারি। একই ওয়ার্ডের মেম্বার মো ঃ ইউসুফ জানান, সোমবার দুপুর ২টায় মৃত রোজিনার স্বামী জসিম উদ্দিন আমাকে মোবাইল ফোনে জানান, আমার স্ত্রী রোজিনা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সাথে সাথে আমি ঘটনাটি চেয়ারম্যানকে অবহিত করি। চেয়ারম্যানের নির্দেশে আমি থানায় গিয়ে ওসি সহ ঘটনাস্থলে যায়। নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত রোজিনার ভাই শাহাব উদ্দিনের মাধ্যমে ঘটনাটি জানতে পেরে সঙ্গীয় ফোর্স সহ ওয়ার্ড মেম্বারকে নিয়ে চাকঢালা ঘোনা পাড়াস্থ জসিমের বাড়ির সামনের রুম থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করে নিয়ে আসি। ২ মার্চ ময়নাতদন্তের জন্য বান্দরবানে পাঠানো হবে এবং রিপোর্টের পরেই জানা যাবে ঘটনার রহস্য। এই নাইক্ষ্যংছড়ি থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়।