নাইক্ষ্যংছড়ি থেকে-
নাইক্ষ্যংছড়ির চাকঢালা থেকে এক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা চেয়ারম্যান পাড়ার নুর হোসেন (২৬) পিতা ফয়েজুর রহমান। ১৪ জানুয়ারী বৃহস্পতিবার সকালে চাকঢালা বাজারের পিছনে চড়ায় লোকজন লাশটি দেখে চিনতে পেরে তার আত্নীয় স্বজনরা এসে পুলিশ কে খবর দেন। সাথে সাথে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আলমগীর হোসেন সঈীয় ফোর্স নিয়ে চড়া থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্হানীয় সুত্রে জানা যায় নুর হোসেন দীর্ঘদিন যাবত প্রতিবন্ধী। সে প্রায়ই বাজারে বা রাস্তাঘাড়ে থাকত। নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আলমগীর হোসনে জানান সকাল ৮ টার ধিকে ফোন পেয়ে সাথে সাথে ঘটনা স্তলে গিয়ে লাশটি উদ্ধার করে। সে আরো জানার নুর হোসেন জন্ম থেকে প্রতিবন্ধী তাই হয়তো সকালে টয়লেট করতে চড়ায় নেমে ছিলো কিন্তু আর উঠতে পারেনি। তারপরও সন্দেহ মুক্ত করতে লাশটি পোস্টমেডাম এর জন্য বান্দরবান সদর হাসপাতালে পাটানো হয়েছে।
সংবাদ প্রেরক মোঃ ইউনুছ
মোবাইল নম্বর ০১৮১৫৩৩৫০১৩