মোহাম্মদ ইউনুছ, নাইক্ষ্যংছড়ি
নাইক্ষ্যংছড়ি উপজেলায় সদ্য ঘোষিত ছাত্র দলের উদ্যোগে প্রবীণদের বিদায় ও নবীনদের বরন অনুষ্ঠান সম্পূর্ন। ১১ই-ডিসেম্বর বিকাল ৩ টায় নাইক্ষ্যংছড়ি পুরাতন স্টেশনে অস্থায়ী কার্যালয়ে সদ্য ঘোষিত আহবায়ক কমিটির আহবায়ক জিয়াবুল হকের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক শাহনেওয়াজ চৌধুরীর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নাইক্ষ্যংছড়ি উপজেলা বি এন পির সভাপতি মোঃ আরেফ উল্লাহ ( চুট্টু) মেম্বার,প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাহাদুর, বিষেশ অতিথি ছিলেন উপজেলা বি এন পির যোগ্ন সম্পাদক নুরুল আবছার সোহেল, সাংগঠনিক সম্পাদক ডাঃ ফরিদ আহমেদ, দপ্তর সম্পাদক জহির আহমেদ,দৌছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদ আহমেদ সাবেক চেয়ারম্যান,সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়াজ,বিদায় সভাপতি ও নাইক্ষ্যংছড়ি উপজেলা যুব দলের সভাপতি আবু সুফিয়ান চৌধুরী সোহেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু কায়ছার,সদ্য ঘোষিত আহবায়ক কমিটির সকল যুগ্ন আহবায়ক। ও নাইক্ষ্যংছড়ি সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক, যুগ্ন আহবায়ক এবং সকল ইউনিয়ন ছাত্র দলের সভাপতি।,সম্পাদক, সহ বিএনপি, যুবদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ জুলুমবাজ অনির্বাচিত সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এ সরকার এখন প্রশাসনের উপর নির্ভরশীল। তাই দেশ রক্ষা আন্দোলনের মাধ্যমে এই করোনা সরকারকে বিদায় দিতে হবে।