মোহাম্মদ ইউনুছ, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও রামুর গর্জনিয়া সড়কের ১১ বিজিবি’র হেড কোয়ার্টার সংলগ্ন নাইক্ষ্যংছড়ি নদীর স্টিল ব্রীজ টি ভেঙ্গে পড়ে গেছে পণ্যবাহী ট্রাক। ফলে রামু, নাইক্ষ্যংছড়ির দুই উপজেলার লাখো মানুষ চরম দূর্ণোগ পড়েছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোর সাড়ে ৪ টায় নাইক্ষ্যংছড়ি-রামুর গর্জনিয়া সীমান্ত সড়কের বেইলী ব্রীজটি ভেঙ্গে এ সমস্যা সৃষ্টি হয়। এ সময় বৃহত্তর গর্জনিয়া বসজারের মুদি দোকানের বিভিন্ন মালামাল বুঝাই ট্রাকটি খালে পড়ে সম্পুর্ন মালামাল নস্ট হয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এসংবাদ লেখা কালে ট্রাক চালকের পরিচয় পাওয়া যায়নি আর ট্রকটি নদীতে পড়ে আছে। বর্তমানে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা জানায়, দূর্ঘটনা কবলিত বেইলী ব্রীজ দিয়ে পণ্যবাহী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। চট্টগ্রাম থেকে আসা গর্জনিয়ার বাজার মুদির দোকান ব্যবসায়ী আবু ছুফিয়ানের পন্যবাহী ট্রাকটি দিনের বেলায় ঢুকতে দিবেনা জেনেই ভোরেই ব্রীজটি পার হওয়ার চেষ্টা করে ট্রাক চালক। নড়বড়ে ব্রীজটি পার হতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জোড়াতালীর এই বেইলী ব্রীজটি ৩য় বারের মত দূর্ঘটনায় পড়ল। কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোঃ ইসমাইল ( নোমান) জানান এই ব্রিজটি নির্মাণের জন্য আমি বিভিন্ন দপ্তরে চেষ্টা করেছি কারণ এ ব্রিজ দিয়ে চলাচল করছে রামু, নাইক্ষ্যংছড়ি দুই উপজেলার ৫ টি ইউনিয়নের প্রয় দুই লক্ষ্য মানুষ। কিন্তু ব্রিজটি নাইক্ষ্যংছড়ি হওয়ায় পার্বত্য বিষয়েক মন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেন। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ব্রিজটি সংস্কারের দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।