মেহেদি স্টাফ রিপোর্টার
রহমতপুর গ্রামের প্রবীন মুরব্বি ও শিক্ষানুরাগী শালিশ ব্যক্তিত্ব ও নাছিমপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবুল বাশার টেইলার্স সাহেবের আম্মার দাফন সম্পন্ন হয়েছে। নাছিমপুর বাজার রহমতপুর প্লাজার সত্ত্বাধিকারী,আবুল বাশার টেইলার্স সাহেবের আম্মা শনিবার সন্ধা ৭ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। রবিবার বিকাল ২;৩০ টায় রহমতপুর গ্রামের পূর্বের মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। ৭৭ বছর বয়সে মৃত্যুকালে তিনি স্বামী , ৩ পুত্র ও ৫ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজায় ইমামতি করেন কাজী জায়েদ আহমেদ । জানাজায় উপস্থিত ছিলেন ১ নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জনাব, আব্দুল হেকিম সাহেব। সোনালী চেলা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মাস্টার রফিকুল ইসলাম
সাহেব,নাছিমপুর বাজার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আক্তার হোসেন,মন্তাজ নগর গ্রামের প্রবীন মুরব্বি ও সাবেক মেম্বার ময়না মিয়া সাহেব,জাগরন সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর চেয়ারম্যান মাওলানা সেলিম অাহমদ সাহেব,নাছিমপুর ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ অালী, নাছিমপুর বাজার এর ব্যবসায়ীবৃন্দ। আহমেদ আলী, শাহিদ আলী, ফরিদ উদ্দিন,ডাঃ আব্দুল কদ্দুস জিহাদ সাহেব,বাংলাদেশ এর পুলিশ বাহিনির সদস্য ফজর আলী সাহেব,মাওলানা ফয়জুল ইসলাম অাকদ্দুস সাহেব, মাওলানা জালাল উদ্দিন সাহেব,আঃ আহাদ সাহেব,
রহমতপুর গ্রামের প্রবীন মুরব্বি ও শালিশ ব্যক্তিত্ব হাজী আঃ রুপ সাহেব,হাজী আবদুল কাদির সাহেব,মাওলান সানোর আলী সাহেব।