মোস্তাফিজুর,নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুর থেকে ৯৬০ গ্রাম গাঁজাসহ ২জনকে গ্রেফতার করেছে র্যাব। গত রাত ১০টায় সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্পের একটি অপারেশন দল গুরুদাসপুর থানার মাহমুদপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, গুরুদাসপুর উপজেলার মাহমুদপুর গ্রামের বুদ্দু মন্ডলের ছেলে ডালু মন্ডল -৩০ এবং সিংড়া উপজেলার সোনাপুর গ্রামের মৃত সাদেক আলীর ছেলে মোঃ রিপর-৩০। র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গোপন সুত্রে সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা গাঁজা ব্যবসার সাথে জড়িত। এ ঘটনায় গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করা রয়েছে।