মোস্তাফিজুর,স্টাফ রির্পোটার:
নাটোরের নলডাঙ্গায় এলইডি লাইট বন্ধে উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার মোবাইল কোট পরিচালানা করে সচেতন করেন। তিনি যানান সম্প্রতি বিভিন্ন যানবাহনে এলইডি লাইট স্থাপনের ফলে রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। যানবাহনে এই এলইডি লাইট ব্যবহার বন্ধে সরকারী নির্দেশনার প্রেক্ষিতে নলডাঙ্গা বাজার ও আশপাশের এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এইসময় এলইডি লাইট জব্দ করা হয়। চালকগণকে এই এলইডি লাইট ব্যবহার বন্ধে সচেতন করা হয়। ভবিষ্যতে সরকারি নির্দেশনা প্রতিপালন না করলে জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গৃহীত হবে। উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার বলেন মোবাইল কোর্টের অভিযান চলমান থাকবে।