মোস্তাফিজুর,নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস এলাকায় মাইক্রোবাস এর সাথে মাছবাহী ট্রাকের সংর্ঘষে বিকাশ কর্মীসহ তিনজন আহত। আহত তিনজনকে নিকটতম আমিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মাইক্রোবাস ও মাছবাহী ট্রাকটি আটক করে বনপাড়া হাইওয়ে থানায় নিয়ে যান। আহতদের বনপাড়া আমিনা হাসপাতালে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে। নাটোর থেকে বনপাড়া হাউজে বিকাশ কর্মী রিয়াজ তার কর্মস্থলে আসছিলেন হঠাৎ বনপাড়া বাইপাস মোড় মসজিদ সংলগ্ন মাছবাহি ট্রাকটি মাইক্রোবাসকে ধাক্কাদিলে পাশ দিয়ে আসা রিয়াজের মোটর সাইকেলটি মাইক্রোর বাড়ি খেয়ে রাস্তায় পরে যায়। বনপাড়া হাইওয়ে পুলিশ কর্মকর্তা যানান আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য বনপাড়া আমিনা হাসপাতালে নেয়া হয়েছে মাইক্রোবাস ও মাছবাহী ট্রাকটি আমরা জব্দকরে থানায় নিয়েছি। ঘটনাস্থল থেকে মাছবাহী গাড়িটির কাউকে পাওয়া যায়নি মাইক্রো ড্রাইভার আহত অবস্থায় হাসপালে রয়েছেন।