অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা
অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা
নাটোরের লালপুরে শ্যালো ইঞ্জিন চালিত গাড়ি নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ শাহিন কাবির নামে এক ব্র্যাক এনজিও কর্মী নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কের দক্ষিণ লালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন কাবির বগুড়ার ধুনট উপজেলার বেরিলাবাড়ি গ্রামের মোঃ জমসেদ আলীর ছেলে। তিনি রাজশাহীর পবা উপজেলায় বেসরকারী উন্নয়ন সংস্থায় ( ব্র্যাক) মাঠকর্মী হিসাবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, সকালের দিকে ব্র্যাক কর্মী শাহিন কাবির ঈশ্বরদীর বাসা থেকে মোটরসাইকেল নিয়ে কর্মস্থল রাজশাহীর পবা এলাকায় যাচ্ছিলেন। পথে লালপুর-ঈশ্বরদী সড়কের দক্ষিণ লালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিন চালিত নসিমনের সাথে তার মোটরসাইকেলেরমুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। বর্তমানে মরদেহ লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।
অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা