মাজহারুল ইসলাম বাদলঃ- স্টাফ করেসপন্ডেন্ট।
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে জুয়া খেলার সময় হাতে নাতে ১২ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (১৮ এপ্রিল) বিকালে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর সোনামিয়া বাজার এলাকায় ৩নং বালুর মাঠের পশ্চিম দিকের দেয়ালের পাশে ফাঁকা মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-মোঃ মনোয়ার হোসেন (৩৫), মোঃ ইমরান (৪০), মোঃ মাহবুব খান (৩৬), দেওয়ান বাদশাহ (৩৭), মোঃ জাফর (৩৬), মোঃ মুন্না (৪২), মোঃ জাহাঙ্গীর (৪৫), মোঃ মুন্না (৪৬), মোঃ বাবু (৩২), মোঃ মাসুম (৩৫), মোঃ আলী আহমেদ (৩৫) এবং মোঃ নওছার (৪০)। এ সময় তাদের দখল হতে নগদ ৭ হাজার ২৫০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর অতিরিক্তি পুলিশ সুপার মো: জসিম উদ্দীন চৌধুরী এ তথ্য জানান। গ্রেফতারকৃদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।