রিপোর্টঃ মেহেদী হাসান অর্নব-
একটি অনলাইন নিউজ পোর্টালের ভিডিওতে ঢুকে পড়া বাহাদুর শাহ পার্ক এলাকার পথশিশু মারুফ নিখোঁজ হয়নি। যদিও দেশের অনেক শীর্ষস্থানীয় গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে যে মারুফ নিখোঁজ। মারুফ নিখোঁজ হয়নি বিষয়টি নিশ্চিত করেছেন সহমর্মিতা ফাউন্ডেশনের সেচ্ছাসেবী পারভেজ হাসান। তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেজে এ বিষয়ে একটি সচিত্র পোস্ট করেছেন। তার ফেসবুক পোস্টটি অগ্রযাত্রা’র পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলোঃ
আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী। ভাই/বোনেরা। আপনারা যারা পথশিশু মারুফ নিখোঁজ এমন সংবাদ ছাপাচ্ছেন।
তাদের উদ্দ্যশ্যে বলতে চাই।
মারুফ নিখোঁজ না। মারুফ যেমন ছিলো তেমনি
আছে।সাহরির আগেও আমরা মারুফকে দেখতে গেলাম। গিয়ে আগের মতই অস্বাভাবিক অবস্থায় পেয়েছি।আমরা চেষ্টা করে যাচ্ছি তাকে কাউন্সিলিং করে কিভাবে সুন্দর জীবনে ফেরানো যায়। এই জন্য আমাদের সময় লাগবে।
কারণ মানসিক ভাবে সে সুস্থ না। তাকে এই মহূর্তে রিহ্যাবে দেওয়াও যাচ্ছে না। আমাদের প্রশাসনের সাথে কথা হয়েছে। তারা আমাদের সম্পর্কে সব তথ্য রেখেছে। আমাদের সম্পর্কে প্রশাসন খোঁজ নিবে। তারপর তারা বিবেচনা করবে মারুফকে আমাদের হাতে তুলে দিবে কিনা।আমরা আমাদের চেষ্টার ত্রুটি রাখছিনা। তাকে সুন্দর জীবনে ফেরাতে। শুধু মারুফ নয় মারুফের পাশাপাশি আশেপাশে যে ক-জন পথশিশু এমন বিপদগ্রস্ত আমরা তাদেরও সুন্দর লাইফে ফেরাতে উদ্যোগ নিবো।ধীরে/ধীরে। আমাদের জন্য দোয়া করবেন।কেউ অযথা গুজব ছড়াবেন না।
বিঃদ্রঃ সেইসাথে একটা বিষয় ক্লিয়ার করি। মারুফকে কারা মেরেছে অনেকেই জানতে চেয়ে অনেক উল্টো পালটা কমেন্ট করছেন।তাদের উদ্দেশ্য বলে মারুফ প্রতিদিনই অস্বাভাবিক থাকা অবস্থায় তার বন্ধুদের সাথে মারামারি করে। এটা তারই একটা অংশ। সবাই এই ছোট্ট বিষয়টিকে অন্যদিকে নিয়ে ওর জীবনটা হুমকির মুখে ফেলবেন না।
সেইসাথে আমাদের মত সেচ্ছাসেবীদে অমুক দলের রাজনৈতিক লোক তমুক দলের লোক। বলে অন্যকে বিব্রত করবেন না। আমরা আপনাদের ভাই/ছেলে ছোট ভাই। বন্ধু সহযোদ্ধা।দিনশেষে এই দেশটা আমাদের। এই দেশের প্রতিটা অসহায় মানুষ আমাদের ভাই/বোন। আমাদের সম্পদ আমরা চেষ্টা করে যাচ্ছি তাদের কল্যাণে কাজ করে যেতে আমাদের সেই সুযোগটি নষ্ট করবেন না। হাতজোর করে অনুরোধ করছি🙏
পারভেজ হাসানের ফেসবুক পোস্টটি দেখুন-
https://m.facebook.com/story.php?story_fbid=462829115053470&id=109290777073974