জহুরুল ইসলাম, স্টাফ রিপোটার
নীলফামারীর জলঢাকায় ১০ টাকা কেজি চাল বিতরণের অনিয়ম ও ওজনে কম দেয়ায় ভ্রাম্যণ আদালতে জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট মাহাবুব হাসান।
মঙ্গলবার দুপুরে খাদ্য মন্ত্রানালয় ও খাদ্য অধিদপ্তরের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় পরিচালিত হতদরিদ্র জন্য স্বল্পমূল্যে খাদ্য শস্য কেন্দ্রের বালাগ্রাম বাজারে আব্দুল জলিল ডিলারের বিতারনে অনিয়ম ও রেজিস্ট্রার মেইনটেইন না থাকায় ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা জরিমানা করেছে ইউএনও। অন্যদিকে গতকাল সোমবার একেই আইনে শৌলমারী ডাকালীগন্জ বাজারে রফিকুল ইসলাম নামে এক ডিলারের সুবিধা ভোগীদের ওজনে চাল কম দেয়ায় তাকেও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুব হাসান বলেন, শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ,এই শ্লোগানকে সামনে রেখে করোনাকালীন দুঃসময়ে অসহায় মাঝে মানুষদের মাঝে চাল বিতরণ করা অব্যাহত রয়েছে। এ চাল নিয়ে কেউ যদি অনিয়ম করে আমরা কাউকে ছাড় দিবো না।