ঢাকাবৃহস্পতিবার , ৪ মার্চ ২০২১
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীর ডিমলায় কৃষি  ঋণ বিষয়ক গণশুনানী

Link Copied!

নীলফামারীর ডিমলায় কৃষি ঋণ বিষয়ক গণশুনানী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  (৪-মার্চ) দুপুরে ডিমলা উপজেলা পরিষদ হলরুমে কৃষি ঋণের  বিষয়ে উন্মুক্ত এক আলোচনার আয়োজন  করে গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রকল্প। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়।

প্রকল্পের জেলা নেটওয়ার্কের সভাপতি নাসিমা বেগমের সভাপতিত্বে এতে স্বাগত  বক্তব্য দিয়ে পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লীশ্রী রি-কল ২০২১-প্রকল্পের উপজেলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটু, ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান ও খগাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন।

এতে বিআরডিবি, আমার বাড়ি আমার খামার, যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, সোনালী ব্যাংক, রুপালী ব্যাংক, ব্র্যাক ব্যাংকের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

পল্লীশ্রী’র সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণ জানান, কৃষি ঋণ প্রদান ও গ্রহণে সমীক্ষা জরিপ পরিচালণা করে তৃণমুলের কর্মীরা। এতে নানা অসঙ্গতি পাওয়া যায়।

এছাড়াও ঋণ প্রদান ও গ্রহণে সহজীকরণ এবং হয়রানী রোধে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।