ঢাকাবুধবার , ৩ মার্চ ২০২১
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীর ডোমারে ১ শত ৪ কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কার কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার (নীলফামারী):
মার্চ ৩, ২০২১ ১১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

 

নীলফামারীর ডোমার-চিলাহাটি-ভাউলাগঞ্জ ১০৪ কোটি টাকা ব্যয়ে ২৮ কিলোমিটার সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

বুধবার (৩ মার্চ) দুপুরে বামুনিয়া ইউনিয়ন পরিষদ মাঠে নীলফামারী সড়ক ও জনপথ বিভাগ (সওজ) নিবার্হী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, নীলফামারী সড়ক বিভাগের ডিপুটি নিবার্হী প্রকৌশলী (সওজ) কামিনী কান্ত রায়, উপজেলা নিবার্হী অফিসার শাহিনা শবনম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, ওসি মোস্তাফিজার রহমান।

অন্যান্যদের মধ্যে পৌর আওয়ামীগের সাধারন সম্পাদক ময়নুল হক মনু, ইউনিয়ন আওয়ামীগের সভাপতি শহিদ আহম্মেদ শান্তু, মোস্তাফিজুর রহমান বকুল, সাইদুল ইসলাম, বামুনিয়া ইউপি চেয়ারম্যান অহেদুজ্জামান বুলেট, সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন রায়, নিমার্ণ কাজ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ওয়েষ্টার কনস্ট্রাকশনের প্রতিনিধি আদেল মাহমুদ জুয়েল প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।