ঢাকাশুক্রবার , ৫ মার্চ ২০২১
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে পপুলার লাইফ ইন্সুইরেন্স কোঃ লিঃ এর জাতীয় বীমা দিবস-২০২১ উদযাপন

Agrajatra 24
মার্চ ৫, ২০২১ ৫:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃআজিজুর রহমান, নোয়াখালী হতে –

সারাদেশের মত নোয়াখালীতে উদযাপন করা হয়েছে জাতীয় বীমা দিবস- ২০২১।”মুজিব বর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার” এই স্লোগানে ১লা মার্চ দেশব্যাপী বীমা দিবস আয়োজন করা হয়।তারই অংশ হিসেবে নোয়াখালী জেলা প্রশাসকের আহবানে সাড়া দিয়ে নোয়াখালী জেলাতে সরকারি ও বেসরকারি সকল বীমা কোম্পানি গুলো জাতীয় বীমা দিবসে অংশ গ্রহণ করেন। তাদের মধ্যে অন্যতম হলেন পপুলার লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড। বীমা দিবস উপলক্ষে জেলা প্রশাসক এর আহবানে সার্বিকভাবে সহযোগিতা করে দিবস টি সাফল্য মণ্ডিত করেছেন পপুলার লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড।বীমা দিবসে অন্যান্যদের পাশাপাশি পপুলার লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড থেকে উপস্থিত ছিলেন –
শাহ মুহাঃ আব্দুল হক জোবায়ের-কোঃ অডিনেটর,পপুলার লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড, নোয়াখালী।
মোঃ মাষ্টার নুর নবী-সার্ভিস সেল ইনচার্জ ,আল আমিন বীমা প্রকল্প ।
শাহ মুহাঃ ওবায়দুল হক -সার্ভিস সেল ইনচার্জ ,তাকাফুল প্রকল্প ।
সাইফুল্লাহ কাশেম -সার্ভিস সেল ইনচার্জ ,একক বীমা প্রকল্প ।
সকাল-১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা প্রশাসক মোঃ খুরশিদ আলম বেলুন উড়িয়ে দিবস টির শুভ উদ্বোধন করেন।এই বীমা দিবসে পপুলার লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর
১৩টি পলিসির মেয়াদ পূর্ণ হওয়া তের জন বীমা দাবী গ্রাহকদের তের টি চেকে প্রায় = ৭৫৫৮৯১/=(সাত লক্ষ পঞ্চান্ন হাজার আটশত একানব্বই) টাকা জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করেন। বীমা দাবীকৃত চেক পেয়ে গ্রাহক গণ সন্তুষ্ট প্রকাশ করে বলেন বীমা করা আমাদের সকলের একান্ত প্রয়োজন। বীমার মাধ্যমে ক্ষদ্র জামানো টাকা আজ আমাদের বড় ধরনের প্রয়োজন মিটাতে সক্ষম হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।