মোঃআজিজুর রহমান, নোয়াখালী হতে –
নোয়াখালী জেলা সদর কে বলা যায় হাসপাতালের শহর। এই শহরে সরকারি হাসপাতালের পাশা পাশি রয়েছে প্রায় ৫৫ টির ও বেশী প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার।এই প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলো অসুস্থ ব্যাক্তিদের জরুরি ভাবে উন্নত চিকিৎসা দিয়ে আসছে।তারই সাথে নতুন করে যুক্ত হলো “ফেমাস মেডিকেল সার্ভিস”।তাদের রয়েছে উন্নত মানের ল্যাব,ডিজিটাল মেশিনে পরীক্ষা/নীরিক্ষা, মানসম্মত পরিবেশ, অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার দ্বারা চিকিৎসা প্রদান।তাই গত ০১/০৩/২১ইং তারিখ রোজ সোমবার সকাল-১০ঃ০০ ঘটিকার সময় ফ্রী ক্যাম্পেইন এর মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করা হয়।ফ্রি ক্যাম্পেইন এর চিকিৎসক ছিলেন মেডিসিন, নিউরোমেডিসিন,স্ট্রোক, প্যারালাইসিস ও স্নায়ু রোগ বিশেষজ্ঞ –
ডাঃ আসিফ মোহাম্মদ বখতিয়ার
এমবিবিএস;বিসিএস (স্বাস্থ্য) ;এমআরসিপি(লন্ডন P-1 মেডিসিন)
উক্ত প্রতিষ্ঠান উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সকল সদস্য বৃন্দ।ফিতা কেটে উদ্বোধন করেন- ব্যবস্থাপনা পরিচালক,
মোঃ এমদাদুল হক সাদ্দাম -ডিরেক্টর মার্কেটিং,শমরিতা হাসপাতাল (প্রাঃ)।