মোঃআজিজুর রহমান, নোয়াখালী হতে
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যার প্রতিবাদে আজ সকাল ১০ঃ৩০ মিনিটের সময় নোয়াখালী জেলা প্রেস ক্লাব থেকে উই ফর ইউ সামাজিক সংগঠন কর্তৃক কালো পতাকা মিছিল ও মানববন্ধন আয়োজন করা হয়। উক্ত মানববন্ধনে নোয়াখালী জেলার সকল স্থানীয় সাংবাদিক বৃন্দ অংশ গ্রহণ করেন।কালো পতাকা মিছিল শেষে মানববন্ধনে সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কিরের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়।এই সময় উপস্থিত ছিলেন তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক তানভীর ইরাক ও নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান। বক্তৃতায় সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান বলেন -সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যাকারীদের অবিলম্বে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন ।