মোঃ আজিজুর রহমান, নোয়াখালী হতে
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গত ২০/০২/২১ইং তারিখে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ তৃনমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি, নোয়াখালী জেলা শাখার প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ বোরহান উদ্দিন মোজাক্কির হত্যার প্রতিবাদে নোয়াখালী জেলা প্রেস ক্লাবের সামনে সকাল-১১ঃ০০ ঘটিকায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন নোয়াখালী জেলার স্থানীয় সকল সাংবাদিকবৃন্দ।উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিটিএসকেএস এর কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য মোঃ তানভীর ইরাক, নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান ও কমিটির সকল সদস্যবৃন্দ।মানববন্ধনে বিটিএসকেএস এর পক্ষ থেকে সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যা কান্ডের দ্রুত বিচার দাবি করেন সাংবাদিক মোঃ তানভীর ইরাক ও নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান এবং হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন নোয়াখালী জেলার অন্যান্য সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ।