সিরাজ উল্লাহ(কোম্পানীগঞ্জ নোয়াখালী)প্রতিনিধিঃ-নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল গ্রেফতার।বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় নোয়াখালী জেলা প্রেস ক্লাবের সামনে থেকে সাদা পোশাকের ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানা যায়।বসুরহাট বংজ্ঞবন্ধু চত্বরে শত বার্ষীকি উদযাপন মন্ঞ ভাংচুর ও নারী দিবসে মিটিংয়ে হামলা ও মির্জা সমর্থীত নেতা কর্মীদের উপর হামলা করায় কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি(মেয়র মির্জা সমর্থীত) আরিফুর রহমান বাদি হয়ে ৯৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০/২০০ জনের নামে মামলা দায়ের করে বলে জানা যায় কোম্পানীগঞ্জ থানায়।যে মামলার ১নং আসামি আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খান, ২নং আসামি সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, ৩নং আসামি মিজানুর রহমান বাদল(সাবেক উপজেলা চেয়ারম্যান),৪ নং আজম পাশা রোমেল(উপজেলা ভাইস চেয়ারম্যান) সহ অনেকেই। নোয়াখালী জেলার পুলিশ সুপার আলমগীর হোসেন গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।