নবী মাহমুদ, স্টাফ রিপোর্টার:
আজ ৩১/০১/২১ খ্রিঃ সোনাইমুড়ী উপজেলা পৌরসভা সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষে প্রতিদ্বন্দ্বি প্রার্থীগণের সাথে আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খোরশেদ আলম খাঁন, জেলা প্রশাসক নোয়াখালী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আলমগীর হোসেন, পুলিশ সুপার নোয়াখালী, জনাব টিনা পাল, উপজেলা নির্বাহি অফিসার, সোনাইমুড়ী নোয়াখালী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ রবিউল আলম, নির্বাচন অফিসার, নোয়াখালী ও রিটার্নিং অফিসার এবং আরো উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা পরিষদ এর প্রতিদ্বন্দ্বী প্রার্থীবৃন্দ। পুলিশ সুপার মহোদয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের উদ্দেশ্যে বলেনঃ স্বচ্ছ এবং সুন্দর ভোট হবে, কোন কারচুপি হবে না। নিজের ভোট সকলে নিজের ইচ্ছেমত নির্ভয়ে দিতে পারবে। সভায় পুলিশ সুপার মহোদয় আরো বলেন, জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় তিনি দৃঢ় বদ্ধপরিকর। তাছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী সকলের সচেতনতাও পারস্পারিক সহযোগিতা কামনা করেন।