মোঃআজিজুর রহমান, নোয়াখালী হতে
নোয়াখালী জেলা আইনজীবী সমিতি ২০১৯ ইং থেকে পেশাগত কাজের মধ্যে বিনোদনের জন্য শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট শুরু করে। তারই ধারাবাহিকতায় আজ ০৮ই মার্চ, ২০২১ ইং রোজ সোমবার বার লাইব্রেরী সংলগ্ন পার্কে বিকাল ২.৩০ মিনিটের সময় ম্যাচটি উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন –
আবদুল ওয়াদুদ ভূইয়া এডভোকেট-সভাপতি,নোয়াখালী জেলা আইনজীবী সমিতি।
গুলজার আহমেদ জুয়েল এডভোকেট -সাধারণ সম্পাদক, নোয়াখালী জেলা আইনজীবী সমিতি।
সঞ্চালনায়ঃওমর ফারুক রুবেল এডভোকেট, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক, নোয়াখালী জেলা আইনজীবী সমিতি।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন ট্রফি ফাইটার্স বনাম টুরিস্ট ইউনিট।টসে জিতে টুরিস্ট ইউনিট ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে সব কয়টি ওভার খেলে তিন উইকেটে ১৫১ রান করতে সক্ষম হয়েছে।
১৫২ রানের টর্গেটে ট্রফি ফাইটার্স ব্যাট করতে নেমে সব কয়টি ওভার শেষে ৫ উইকেটে ১২৫ রান করতে সক্ষম হয়।২৬ রানে উদ্বোধনী ম্যাচে বিজয় লাভ করেন টুরিস্ট ইউনিট। উদ্বোধনী খেলায় ম্যান অব দ্যা ম্যাচ পেয়েছেন মোঃ রিপন।
উক্ত খেলার ম্যান অব দ্যা ম্যাচ প্রদান করেন -মোল্লা হাবিবুর রাছুল মামুন এডভোকেট -সাবেক সভাপতি, নোয়াখালী জেলা আইনজীবী সমিতি।