স্টাফ রিপোর্টার,অগ্রযাত্রা-
চট্টগ্রাম রেঞ্জ ফুটবল টুর্নামেন্ট-২০২০ এর ‘কর্ণফুলী গ্রুপ’ হতে সর্বোচ্চ ১৩ পয়েন্ট সংগ্রহ করে নোয়াখালী জেলা পুলিশ একাদশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠলো। এ গ্রুপ হতে খাগড়াছড়ি জেলা পুলিশ একাদশ ১১ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে।
এ টুর্নামেন্ট গত ০৬/০১/২০২১ খ্রিঃ হালিশহরস্থ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স মাঠে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার উদ্বোধন করেন। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক চট্টগ্রাম জেলা পুলিশ একাদশ ও কক্সবাজার জেলা পুলিশ একাদশ অংশ গ্রহণ করে।
এ টুর্নামেন্টে ‘হালদা’ ও ‘কর্ণফুলী’ নামে ২টি গ্রুপে বিভক্ত হয়ে ১২ টি টিম অংশ গ্রহণ করেছে। হালদা’ গ্রুপে রয়েছে- চট্টগ্রাম জেলা পুলিশ একাদশ, কক্সবাজার জেলা পুলিশ একাদশ, কুমিল্লা জেলা পুলিশ একাদশ, লক্ষ্মীপুর জেলা পুলিশ একাদশ, বান্দরবান পার্বত্য জেলা পুলিশ একাদশ ও আরআরএফ, চট্টগ্রাম পুলিশ একাদশ। অপরদিকে ‘কর্ণফুলী’ গ্রুপে রয়েছে নোয়াখালী জেলা পুলিশ একাদশ, ব্রাহ্মনবাড়ীয়া জেলা পুলিশ একাদশ, চাঁদপুর জেলা পুলিশ একাদশ, ফেনী জেলা পুলিশ একাদশ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ একাদশ ও রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ একাদশ।
নোয়াখালী জেলা পুলিশ একাদশ গ্রুপ পর্যায়ের খেলায় ফেনী জেলা পুলিশ একাদশকে ২-০ গোলে হারিয়ে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ একাদশ এর সাথে ০-০ গোলে ড্র করে, রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ একাদশকে ১-০ গোলে হারিয়ে, ব্রাহ্মনবাড়ীয়া জেলা পুলিশ একাদশকে ৩-২ গোলে হারিয়ে ও চাঁদপুর জেলা পুলিশ একাদশকে ১-০ গোলে হারিয়ে ১৩ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পৌঁছে। আগামী ১৯/০১/২০২১ তারিখ ‘হালদা’ গ্রুপের রানার্সআপ দলের সাথে সেমিফাইনালে মোকাবিলা করবে।