ঢাকামঙ্গলবার , ১২ জানুয়ারি ২০২১
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী জেলা পুলিশ একাদশ চট্টগ্রাম রেঞ্জ ফুটবল টুর্নামেন্ট-২০২০ এর সেমিফাইনালে

রিপোর্টঃ- নবী-মাহমুদ
জানুয়ারি ১২, ২০২১ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার,অগ্রযাত্রা-

 

চট্টগ্রাম রেঞ্জ ফুটবল টুর্নামেন্ট-২০২০ এর ‘কর্ণফুলী গ্রুপ’ হতে সর্বোচ্চ ১৩ পয়েন্ট সংগ্রহ করে নোয়াখালী জেলা পুলিশ একাদশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠলো। এ গ্রুপ হতে খাগড়াছড়ি জেলা পুলিশ একাদশ ১১ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে।

এ টুর্নামেন্ট গত ০৬/০১/২০২১ খ্রিঃ হালিশহরস্থ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স মাঠে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার উদ্বোধন করেন। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক চট্টগ্রাম জেলা পুলিশ একাদশ ও কক্সবাজার জেলা পুলিশ একাদশ অংশ গ্রহণ করে।

এ টুর্নামেন্টে ‘হালদা’ ও ‘কর্ণফুলী’ নামে ২টি গ্রুপে বিভক্ত হয়ে ১২ টি টিম অংশ গ্রহণ করেছে। হালদা’ গ্রুপে রয়েছে- চট্টগ্রাম জেলা পুলিশ একাদশ, কক্সবাজার জেলা পুলিশ একাদশ, কুমিল্লা জেলা পুলিশ একাদশ, লক্ষ্মীপুর জেলা পুলিশ একাদশ, বান্দরবান পার্বত্য জেলা পুলিশ একাদশ ও আরআরএফ, চট্টগ্রাম পুলিশ একাদশ। অপরদিকে ‘কর্ণফুলী’ গ্রুপে রয়েছে নোয়াখালী জেলা পুলিশ একাদশ, ব্রাহ্মনবাড়ীয়া জেলা পুলিশ একাদশ, চাঁদপুর জেলা পুলিশ একাদশ, ফেনী জেলা পুলিশ একাদশ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ একাদশ ও রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ একাদশ।

নোয়াখালী জেলা পুলিশ একাদশ গ্রুপ পর্যায়ের খেলায় ফেনী জেলা পুলিশ একাদশকে ২-০ গোলে হারিয়ে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ একাদশ এর সাথে ০-০ গোলে ড্র করে, রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ একাদশকে ১-০ গোলে হারিয়ে, ব্রাহ্মনবাড়ীয়া জেলা পুলিশ একাদশকে ৩-২ গোলে হারিয়ে ও চাঁদপুর জেলা পুলিশ একাদশকে ১-০ গোলে হারিয়ে ১৩ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পৌঁছে। আগামী ১৯/০১/২০২১ তারিখ ‘হালদা’ গ্রুপের রানার্সআপ দলের সাথে সেমিফাইনালে মোকাবিলা করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।