রিপোর্ট ঃমেহেদী হাসান
পাথরঘাটা উপজেলার ২নং নাচনাপাড়া ইউনিয়ন থেকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ডাক্তার, সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান মরহুম সিরাজুল হক মাস্টার এর ছেলে ডাঃ মোঃ মাসুদ রানা। তিনি দীর্ঘদিন নাচনাপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে আগাম নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি অাজ শনিবার (২১শে ফেব্রুয়ারী) শহীদের প্রতি শ্রদ্বা রেখে নাচনাপাড়ার কেরামতপুর বাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এতে স্থানীয় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ডাঃ মাসুদ রানা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে অংশীদার হতে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে দীর্ঘদিনের অবহেলিত নাচনাপাড়া ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরের চেষ্টা চালিয়ে যাব। এছাড়াও তিনি বলেন, চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন গ্রামের ঘরে ঘরে গিয়ে জনগণের সঙ্গে মতবিনিময় করছি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য ভোট প্রার্থনা করছি। নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাসমুক্ত নাচনাপাড়া ইউনিয়ন উপহার দেব এলাকাবাসীকে। তিনি আরো বলেন এলাকার হতদরিদ্র ও ভুমিহীন কৃষকসহ জনকল্যাণমুখী নানাবিধ,উন্নয়নের চাকা সচল রাখার জন্য তিনি সারাজীবন কাজ করে যাবেন। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগকে বিজয়ী করতে ও উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকায় ভোট দেয়ার অনুরোধ করেন তিনি।