রিপোর্ট আবু-জাফর(প্রদীপ) কলাপাড়া থেকে
পটুয়াখালী জেলার সদর থানাধীন
এলাক হতে গত ২২/১২/২০২০ ইং তারিখ রাত আনুমানিক ২১:১৫ ঘটিকার সময় ০১(এক)জন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে,
র্যাব-৮,পটুয়াখালী
গ্রেফতারকৃত আসামি হল মোঃশাহিন হাওলাদার (৩০)পিতা মৃত মোঃসেলিম হাওলাদার সাখিন গিলাবুনিয়া থানা সদর জেলা পটুয়াখালী।
আসামীকে জিজ্ঞেসাবাদে একপর্যায়ে আসামি স্বীকারকরে পেশায় সে একজন মোটরসাইকেল চালক হলেও ইয়াবাই তারপ্রকৃত ব্যবসা।
আসামী নিকট হইতে ৭৪(চুহাত্তার) পিচ কথিত ইয়াবা,ইয়াবা বিক্রয়ের নগত ১৪,৫০০/=টাকা এবং১একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।আসামী এলাকায় দীর্ঘদিন যাবত কথিত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে।
উক্ত অভিযান নেতৃত্বদেন র্যাব-৮ সিপিসি-১,পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সরকারী পরিচালক জনাব
মোঃরবিউল ইসলাম,
উদ্দারকৃত আসামীকে পটুয়াখালী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়,এব্যপারে র্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার সদর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়।