এস.এম নুরনবী,স্টাফ রিপোর্টারঃ
পটুয়াখালী সদর উপজেলাধীন মাদারবুনিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আওতাভুক্ত উত্তর হাজিখালী গ্রামের বাসিন্দা ষাটোর্ধ বৃদ্ধ মোজাম্মেল প্যাদা । বয়স ও দারিদ্রতার চরম কষাঘাতে জীবনযুদ্ধে টিকে থাকার ভারে নূয়ে পড়া এক বৃদ্ধ সৈনিক। শুভ্র চুলের আবরণে ঢাকা পড়েছে তার নড়বড়ে শরীরখানা। অভাব-অনটন যেন সংসারে তার নিত্য দিনের সঙ্গী।
গত কয়েকবছর ধরে তার শরীরে বাসা বেধেছে মরনব্যধী নানা রোগ। যা কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছে তার বেঁচে থাকার আয়ুষ্কাল।
বৃদ্ধ মোজাম্মেল প্যাদা জানান, “আমার তিনডা রোগ চোখে সোমেস্যা, টিভি ক্যান্সার, আর প্যাডে ঘা মানি লিভারে সমস্যা, অনেক ডাক্তার দেহাইছি এহন আমি টাহা পয়সা হারাইয়া নিঃস্ব, ঔষধ খাওয়ার টাহা নাই, পোলারা দিনমজুর নিজেরাই চলতে পারেনা, আমারে আবার দেবে ক্যাম্মে?, ঠিকমতো ঘরে খাওন ও জোডে না”
তিনি কান্নাজড়িত কন্ঠে আরও বলেন, “আমি বাঁচতে চাই, আমারে আহম্নেরা বাঁচায়ন! ডাক্তারে কইছে আমার চিকিৎসার লইজ্ঞা তিন লাখ টাহা লাগবে, আমি এত টাহা কই পামু? সমাজে যারা বিত্তবান আছেন আহম্নেরা আমারে সাহায্য করেন, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আহম্নেগো জন্য আমি নামাজ পইড়া দোয়া করমু”
স্থানীয় প্রতিবেশী আল-মামুন হাওলাদার বলেন, এই লোকটি অনেক অসহায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আমাদের অনুরোধ দয়া করে এই লোকটি যেন চিকিৎসা সেবা পায় এমন ব্যবস্থা করে পৃথিবীতে তাকে বেঁচে থাকতে সহায়তা করুন।
বৃদ্ধ মোজাম্মেল প্যাদার নিকট হতে সংগ্রহীত তার বিকাশযুক্ত(পার্সোনাল) মোবাইল নম্বরটি হলোঃ ০১৭৬১৪২০০১৭
আপনারা যদি মনে করেন যে, অসহায়, দুঃখী মোজাম্মেল প্যাদার জন্য নিজেদের অবস্থান থেকে আর্থিক সাহায্য প্রদান করে একজন দয়াবান ও দানশীলের অসামান্য দায়িত্ব পালনের মাধ্যমে মোজাম্মেল প্যাদার জীবন বাঁচানো উচিত। তবে বিকাশযুক্ত উক্ত নম্বরটিতে আপনার সাধ্যানুযায়ী সহযোগীতার অনুরোধ করেছেন মোজাম্মেল প্যাদা।