এস.এম নুরনবী,স্টাফ রিপোর্টারঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উপলক্ষে আজ পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধুর বিশেষ অবদান’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী কানিজ সুলতানা হেলেন, সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; মহিউদ্দিন আহম্মেদ, মেয়র, পটুয়াখালী পৌরসভা; মোহাম্মদ মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, পটুয়াখালী; বীর মুক্তিযোদ্ধা সিরাজুল আলম মোল্লা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে বক্তাগণ বিনম্র চিত্তে শ্রদ্ধার সাথে স্মরণ করেন হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করেন ভাষা শহীদদের, যাঁদের আত্মত্যাগের মাধ্যমে
বাংলা ভাষা পেয়েছে রাষ্ট্রীয় মর্যাদা এবং বিশ্বের দরবারে পেয়েছে বিশেষ গুরুত্ব।
আলোচনা সভা শেষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।