এস.এম নুরনবী,স্টাফ রিপোর্টারঃ
পটুয়াখালীতে একুশের প্রথম প্রহরে ৫২’র ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শহিদ দিবসের আনুষ্ঠানিকতা।
রাত ১২ টা ০১ মিনিটে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে শুরু হয় শহিদ দিবসের কার্যক্রম।
পরবর্তীতে জেলা প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ, প্রশাসন,সাংবাদিক, জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগসহ অন্যাম্য অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ প্রেসক্লাবের সদস্যরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
এছাড়া প্রতিটি পাড়া মহল্লাগুলোতে স্কুল কলেজের মাঠে সাধারণ জনগনসহ শিক্ষার্থীরা অস্থায়ী শহীদ মিনার নির্মান করে দিবসটি পালন করছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।