ঢাকামঙ্গলবার , ২ ফেব্রুয়ারি ২০২১
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

“পটুয়াখালীর দুমকী হতে ওয়ারেন্টভুক্ত আসামী র‌্যাব-৮ এর হাতে গ্রেফতার

Agrajatra 24
ফেব্রুয়ারি ২, ২০২১ ৫:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

এস.এম নুরনবী,স্টাফ রিপোর্টারঃ

র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল ০১/০২/২০২১ইং তারিখে পটুয়াখালী জেলার দুমকী থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে সকাল আনুমানিক ০৯:৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পটুয়াখালী জেলার দুমকী থানাধীন পাংগাশিয়া মাদ্রাসা এলাকায় (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১ম আদালত, পটুয়াখালী, স্মারক-১০৭ তারিখ ২৬/০১/২০২১ইং) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী অবস্থান করছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে আনুমানিক ১০:৫৫ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তারা তাদের নাম-মোঃ হাবিব ঘরামী (৪৫), পিতা-মৃত কাসেম আলী ঘরামী, সাং-তক্তাখালী, পোষ্ট-পাংগাশিয়া দরবার শরীফ, থানা-দুমকী, জেলা-পটুয়াখালী বলে জানায়। গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, সে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১ম আদালত, পটুয়াখালী, স্মারক-১০৭ তারিখ ২৬/০১/২০২১ইং মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। গ্রেফতারকৃত আসামীকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১ম আদালত, পটুয়াখালী, স্মারক-১০৭ তারিখ ২৬/০১/২০২১ইং মূলে হস্তান্তর করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।