রিপোর্টার: মোঃআবু- জাফর প্রদীপ প্রতিনিধি কলাপাড়া থেকে
পটুয়াখালী জেলার কলাপাড়া থানা চান্দুপাড়া গ্রামের ৩তিন সন্তানের জননী এক ছেলে বধু ২৮ কে ধর্ষণের অভিযোগ উঠেছে
বিষয়টি সালিশে নিষ্পত্তির কথা বলে ধামা চাপা দিতে অভিযুক্ত আলী হোসেনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার জনশ্রুতি রয়েছে,স্থানীয় ইউপি মেম্বার মাসুদ হাওলাদার সহ তার সহযোগী রিপন মোল্লা শফি মোল্লা আলী আহমেদ খানের বিরুদ্ধে অভিযোগ জানা যায়।
৩রা মার্চ রাত্রে মাছ ধরত ধরার উদ্দেশ্যে নদীতে যায় গৃহবধূর স্বামী
এই সুযোগে আনুমানিক রাত ১১:৩০ মিনিট সময় আলী আহাম্মদ অভিযুক্তকারী জানালা ভেঙ্গে ঘরে ঢুকে গৃহবধূকে জাপটে ধরে জোর পূর্বক ধর্ষণ করেন,স্বামী মাছ ধরা থেকে ফিরে এসে হাতেনাতে ধরে ফেলে আলী হোসেকে, পরে ডাক চিৎকার দিলে এলাকার লোকজন আসার আগেই ওই গৃহবধূর স্বামীকে মারধর করে পালিয়ে যায়পরের দিন স্বামী’কলাপাড়া থানায় মামলা করতে গেলে মেম্বার মাসুদ মীমাংসা করে দিবে বলে ফেরত নিয়ে যায় বাড়ি ,এরপর থেকেই তালবাহানা শুরু করে বিষয়টি এখনও নিরাপত্তাহীন রয়েছে
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান ভিকটিম একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।