অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা
অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা
রিপোর্ট মোঃআবু-জাফর( প্রদীপ)
পটুয়াখালী জেলার বাউফল থানাধীন
দাসপাড়া এলাকা
অদ্য ১২ই জানুয়ারি ২০২১ ইংরেজি তারিখ দুপুর আনুমানিক৩:০০ঘটিকার সময় একজন অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব৮,সিপিসি ১, পটুয়াখালী ক্যাম্প
ঘটনার বিবরণে জানা যায় গত০ ৮/০১/২০২১তারিখ দুপুর ১২ ঘটিকার সময় নাবালিকা মেয়েকে হোতালিয়া বাধঘাটে শিক্ষকের নিকট হতে প্রাইভেট পড়াশেষ সে বাড়ি আশার পথে তার ইচ্ছার বিরুদ্ধেঅপহরণ করে নিয়ে যায় এই সংক্রান্ত অপরাধের পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ও কোথায় পেয়ে ভিকটিনের মাতা পটুয়াখালী সদর থানায় একটি নিখোজ জিডি করেন পটুয়াখালী সদর থানায় জিডিনং ৪৩০ তাং০৯-০১-২০২১ ইংরেজ এবংঅপরএকটি ভিকটিমকে উদ্ধারের র্যাবের সহযোগিতা কামনা করেন ,তদপ্রেক্ষিতে র্যাব সিপিসি ১-পটুয়াখালী ক্যাম্পেরএকটি বিশেষ অভিযানের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পরিচালক জনাব মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন মোঃসহিদুল ইসলামকে (২১)পিতা আব্দুল মোতালেবপ্যাদা সাং দাসপাড়া২নংওয়ার্ড থানা উপজেলা পটুয়াখালী কে নিজ এলাকায় বাড়ী হইতে গ্রেফতার করেন
এবং নাবালিকা মেয়ের রুমি আক্তার (১৬)কে ছন্দনাম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ভিকটিমআটক কৃত আসামিকে পটুয়াখালী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।
এই সংক্রান্ত বিষয়ে ভিক্টনের (মা)বাদী হয়ে র্যাবের সহ যোগিতায় পটুয়াখালী জেলার সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা