সিরাজ উল্লাহ(কোম্পানীগঞ্জ, নোয়াখাল)-
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট পৌরসভায় ১৬ জানুয়ারী পৌর নির্বাচনে নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জার বিপুল ভোটে জয়লাভের পর রোববার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জনগণের সাথে সৌজন্য দেখা করেন,কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জনগণকে ধন্যবাদ জানান। এরপর তিনি পৌরসভা কার্যালয়ে কোম্পানীগঞ্জের নিজ দলীয় রাজনীতিবিদ, বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক সংগঠন, ব্যবসায়ী সংগঠন ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। দুপুরের পর পরাজিত দুই প্রার্থী জামায়াতে ইসলামী সমর্থীত(সতন্ত্র) মাওলানা মোশাররফ হোসেন ও বিএনপি সমর্থীত প্রার্থী কামাল উদ্দিন চৌধুরীর সাথে তাদের নিজ নিজ বাসায় উপস্থিত হয়ে দেখা করেন কুশল বিনিময় করেন এবং পৌরসভাকে আরো সুন্দর ভাবে পরিচালনার জন্য তাদের সর্বাত্তক সহযোগিতা কামনা করেন।তার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র আবদুল কাদের মির্জা বলেন, আমি ভয়কে জয় করেছি। আমার বিজয়টা আমার কাজের ফসল। আমাদের নেতারা, বড় নেতাদের তেল মারে, তাদের এলাকার সাথে কোন সম্পর্ক নেই। একটা গরীব মেয়ে বিয়ে দিতে পাচ্ছেনা, তারা কি তাদেরকে ১০টাকা দিয়ে সহযোগিতা করে। একটা মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, তাদেরকে কি কোন সহযোগিতা করছে। এদের কি এলাকার সাথে কোন যোগাযোগ আছে। এরা ভোটের সময় আসলে কিছু কিছু নেতারে টাকা-পয়সা দিয়া নমিনেশনটা নেত্রীকে সুপারিশ করে নেয়। এরা নমিনেশন নিয়ে আর এলাকার সাথে কোন সম্পর্ক রাখেনা। তারা এলাকার কোন কর্মকান্ডের সাথে থাকে না, উন্নয়নের সাথে থাকে না, কোনটার সাথেই নেই। আর অনেক এমপি আছে, নির্বাচনে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করে না। শতভাগ না পারলেও, অন্তত ৭০ভাগ থেকে ৮০ ভাগ যদি প্রতিশ্রুতি তারা রক্ষা করতেন, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ এখন যে নির্বাচনগুলো হচ্ছে সব নির্বাচনগুলোতে জয়ী হত।
তিনি আরও বলেন, মহামারি করোনাকালীন সময়ে আমাদের কোম্পানীগঞ্জে কোন দলের, কোন নেতা, অসহায় ও গরীবদের সাহায্য করতে আসেনি। তারা সে সময়ে পালিয়েছে। আমি এ গরীব, দুঃখী অসহায়দের সাথে পাহাড়ের মত দাঁড়িয়ে ছিলাম এবং সাহায্য সহযোগিতা করেছিলা।