রিপোর্টঃ মেহেদী হাসান অর্নব –
কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি খুঁজছেন সামাজিক যোগাযোগমাধ্যমের সুপরিচিত মুখ ডাঃ সৈয়দ গোলাম তানভীর লনি! অবশেষে এলেন চাকরির ইন্টারভিউ দিতে। কিন্ত ইন্টারভিউ বোর্ডের পরীক্ষকের প্রত্যেক প্রশ্নের জবাবে পরীক্ষার্থী ডাঃলনি ছুড়ে দিতে লাগলেন পাল্টা প্রশ্ন! কি ছিলো সেই প্রশ্ন? পরীক্ষকেরও বা কি হাল হয়েছিলো?? শেষ পর্যন্ত কি ডাঃ লনি চাকরিটা পেয়েছিলেন???
দর্শকদের সব প্রশ্নের উত্তর মিলবে ডাঃ লনির আপকামিং ফানি ভিডিও “আজব ইন্টারভিউ” তে। ভিডিওটি প্রকাশ হবে ডাঃ লনির নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এতে পরীক্ষার্থী ডাঃ সৈয়দ গোলাম তানভীর লনির বিপরীতে পরীক্ষক চরিত্রে অভিনয় করেছেন ডাঃলিপি। মূলত ডাঃ সৈয়দ গোলাম তানভীর লনি একজন ডেন্টাল সার্জন। চিকিৎসা সেবার পাশাপাশি শখের বশে বিনোদনপ্রেমীদের জন্য দীর্ঘদিন যাবত বিভিন্ন ফানি ভিডিও তৈরি করে আসছেন। তার ভিডিওগুলি বিভিন্ন সময় দর্শকমনে সাড়া জাগাতে সক্ষম হয়েছে।