স্টাফ রিপোর্টারঃ বরগুনার পাথরঘাটায় দুই কোটি টাকা মূল্যের একটি তক্ষকসহ এক পাচারকারীকে আটক করেছে পাথরঘাটা কোস্টগার্ড। আজ সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার চরদোয়ানী ইউনিয়নের মুন্সির হাট ব্রিজ এলাকা থেকে আটক করা হয়। আটককৃত পাচারকারী চরদোয়ানী ইউনিয়নের ছহেরাবাদ গ্রামের নকুলেশ্বর বারিকের ছেলে রঞ্জন বারিক (৪৫)।পাথরঘাটা কোস্টগার্ডের লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সন্ধ্যায় মুন্সিরহাট এলাকা থেকে তক্ষক পাছার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আমরা ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে তক্ষকসহ রঞ্জন বারিক কে আটক করি। উদ্ধার হওয়া তক্ষকটির ওজন ৪শ ৫০ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। এছাড়াও আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে বন্য ও প্রানী সম্পদ সংরক্ষণ আইনে মামলা করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।