জাকারিয়া হোসেন: পার্বতীপুর (দিনাজপুর) থেকেঃ
দিনাজপুরের পার্বতীপুরে পারিবারিক কলহের জের ধরে হাঁসি নামের এক ৫ বছরর কন্যা শিশুকে হত্যা করেছে শিশুটির আপন মা।
ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বিকল্প শহরের গুলপাড়া মহল্লায়। এলাকাবাসী জানায়, দুপুরের কোন এক সময় শিশুটির মা রত্না বেগম তার মেয়েকে গলা টিপে বা মারপিট করে হত্যা করে। মহল্লার মানুষজন যখন মসজিদে নামাজরত অবস্থায় ব্যস্ত, রাস্তায়ও লোকজনের চলাফেরা কম ঠিক সেই মুহুর্তে হত্যাকারী মা হাসিকে ঘাড়ে তুলে নিয়ে পার্শ্ববর্তী একটি পুকুরে ফেলে দিয়ে আসে। বিকেল ৫টায় লোকজন শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিসৎক মৃত বলে ঘোষনা করেন। হত্যাকারী রত্না বেগম অকপটে স্বীকার করে বলেন, নিহত শিশু হাসিকে অবৈধ সন্তান বলে তার স্বামী হাসিনুর রহমান তাকে প্রায়ই মানষিক নির্যাতন করতো। আজ শুক্রবার দুপুরে মোবাইল ফোনে কল করে হাসিকে গলা টিপে হত্যা করার কথা বলে তার স্বামী। শিশুটিকে হত্যা করা হলেই কেবল রত্নার সাথে ভালভাবে সংসার করবে বলে জানায় হাসিনুর। হত্যাকারী রত্নার আপন ভাইও এধরনের অভিযাগের কথা মিডিয়ার কাছে স্বীকার করেন। এদিকে এলাকাবাসীও জানায়, তাদের মধ্যে দীর্ঘদিন যাবত পারিবারিক জগড়া বিবাদ লেগেই থাকতো। রত্নার স্বামী ঢাকায় চাকরী করে এবং সেখানে দ্বিতীয় স্ত্রী নিয়ে বসবাস করেন।
এ ঘটনা নিয়ে উক্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।