মোঃ জিকরুল হকঃ ক্রাইম রিপোর্টারঃ
কোচিং বাণিজ্যের সাথে জড়িত থাকার অপরাধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
২৫শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে দিনাজপুরের পার্বতীপুরের ভবেরবাজার সংলগ্ন মন্মথপুর বাজারে কোচিং বিরোধী অভিযান চালিয়ে অবৈধ কোচিং বাণিজ্যের সাথে জড়িত থাকার অপরাধে উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান সোহাগকে ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। অনাদায়ী ১৫ দিনের জেল ঘোষণা করেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহি অফিসার নাশিদ কায়সার রিয়াদ।
এ সময় কোচিং বিরোধী অভিযানের খবর পেয়ে ওই এলাকার একাধিক কোচিং সেন্টার বন্ধ করে পালিয়ে যায় সংশ্লিষ্ট শিক্ষকরা।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই ইউনিয়নের অন্তর্গত হয়বতপুর- চৈতপুকুর রাস্তায় অবৈধ ভাবে দেয়া স্পিডব্রেকার সরেজমিনে পরিদর্শন করেন।
অভিযান শেষে তিনি সংবাদ কর্মীদের উদ্দেশ্যে বলেন, কোচিং বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে ।এ ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।