ঢাকাবৃহস্পতিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২১
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

পার্বতীপুরে কোচিং বাণিজ্যে জড়িত স্কুল শিক্ষকের অর্থদণ্ড

Agrajatra 24
ফেব্রুয়ারি ২৫, ২০২১ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিকরুল হকঃ ক্রাইম রিপোর্টারঃ
কোচিং বাণিজ্যের সাথে জড়িত থাকার অপরাধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
২৫শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে দিনাজপুরের পার্বতীপুরের ভবেরবাজার সংলগ্ন মন্মথপুর বাজারে কোচিং বিরোধী অভিযান চালিয়ে অবৈধ কোচিং বাণিজ্যের সাথে জড়িত থাকার অপরাধে উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান সোহাগকে ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। অনাদায়ী ১৫ দিনের জেল ঘোষণা করেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহি অফিসার নাশিদ কায়সার রিয়াদ।
এ সময় কোচিং বিরোধী অভিযানের খবর পেয়ে ওই এলাকার একাধিক কোচিং সেন্টার বন্ধ করে পালিয়ে যায় সংশ্লিষ্ট শিক্ষকরা।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই ইউনিয়নের অন্তর্গত হয়বতপুর- চৈতপুকুর রাস্তায় অবৈধ ভাবে দেয়া স্পিডব্রেকার সরেজমিনে পরিদর্শন করেন।
অভিযান শেষে তিনি সংবাদ কর্মীদের উদ্দেশ্যে বলেন, কোচিং বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে ।এ ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।