স্টাফ রিপোর্টারঃ
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতি সংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে বড়দরগাহ হাইওয়ে থানা পুলিশ কর্তৃক আয়োজিত আনন্দ উদযাপন ও আনন্দ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে বড়দরগাহ হাইওয়ে থানা কার্যালয় চত্বরে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও বড়দরগাহ ইউপি চেয়ারম্যান নুরুল হক মন্ডল প্রধান অতিথির বক্তব্য রাখেন। বড়দরগাহ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইয়ামিন উদ-দৌলার সভাপতিত্বে ও এএসআই সাইফুদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লেখক সাংবাদিক ছড়ান ইউপির সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান বুলবুল, সাংবাদিক সরওয়ার জাহান,পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দফতর সম্পদক মাহবুবার রহমান, প্রচার সম্পাদক আব্দুল খালেক, পীরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তিতাস প্রমুখ। এরআগে কেক কর্তন ও উপস্থিত জনতাকে পুলিশের পক্ষে মিষ্টিমুখ করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।