ঢাকামঙ্গলবার , ৯ মার্চ ২০২১
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

“পেকুয়ায় স্তুপকৃত কাঠ উদ্ধার”

Agrajatra 24
মার্চ ৯, ২০২১ ১০:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

আসমাউল হুসনা,চকরিয়াঃ কক্সবাজার জেলার পেকুয়ায় অভিযানে বিপুল পরিমাণ পাহাড়ের সামাজিক বনায়নের গাছ উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার (৮ই মার্চ) বিকেল ৪ টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী ছনখোলার জুম এলাকায় বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল গফুর মোল্লার নেতৃত্বে এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সামাজিক বনায়নের গাছ উদ্ধার করা হয়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা নাম প্রকাশ শর্তে জানান, আবাদীঘোনা এলাকার জাফর আলমের ছেলে জাহাঙ্গীর আলমের (ইউপি সদস্য) নেতৃত্বে তাঁর পিতা জাফর আলম, একই এলাকার নন্না মিয়ার ছেলে গিয়াস উদ্দিন, শমশু মিয়ার ছেলে বাবুসহ ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল সামাজিক বনায়নের এ গাছ গুলো রাতের আঁধারে চুরি করে পাহাড়ি চরার গোপন আস্তানায় স্তুপ করে রেখেছিল। স্তুপকৃত কাঠ পাচার করার সময় স্থানীয়রা দেখতে পেয়ে তাৎক্ষণিক রেঞ্জ কর্মকর্তাকে ও সাংবাদিকদের সংবাদ দেয়। এরপরে রেঞ্জ কর্মকর্তা সাংবাদিকদের সহযোগিতায় এ কাঠগুলো জব্দ করে বারবাকিয়া রেঞ্জ অফিসে নিয়ে যান। এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা আব্দুল গফুর মোল্লা বলেন, স্থানীয় লোকজন থেকে জানতে পেরে কর্মকর্তাদের নিয়ে ছনখোলার ঝুমে স্তুপকৃত কাঠের স্থানে পৌঁছায় এবং স্থানীয় লোকজন ও সাংবাদিকদের সহযোগিতায় সামাজিক বনায়নের কাঠ জব্দ করে রেঞ্জ অফিসে নিয়ে আসি। এ বিষয়ে তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।