আবু জাফর প্রদীপ, কলাপাড়া পৌর এলাকা থেকে-
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভায় আজ অনুষ্ঠিত হচ্ছে পৌর নির্বাচন। নির্বাচনটি সুষ্ঠভাবে সম্পন্ন করতে স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি কড়া তৎপরতা ও নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করেছে কলাপাড়া থানা পুলিশ। নির্বাচনের আগ থেকেই কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে কেন্দ্রে কেন্দ্রে টহল দিচ্ছে কলাপাড়া থানা পুলিশ। এছাড়া প্রত্যেক কেন্দ্রে কলাপাড়া থানা পুলিশের সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে বলেই জানা গেছে।