ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে অদ্ভুত কান্ড ঘটিয়েছেন এক যুবক।প্রার্থীর সমর্থনে সারা গায়ে বোতল লাগিয়ে কেন্দ্রের বাইরে ঘোরাঘুরি করছিলেন তিনি।এ সময় তাকে আটক করেন কর্তব্যরত ম্যাজিস্ট্রেট।ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার হেলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।সেই যুবক শরিফুল ইসলাম হেলাই গ্রামের আনসার আলীর ছেলে।সারা গায়ে বোতল লাগিয়ে ঘোরাঘুরি করার সময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানা তাকে একটি গাড়িতে বসিয়ে রাখার নির্দেশ দেন।তাকে ২০০ বোতল দিয়ে বানানো প্রতীক ভাঙ্গতে বলা হয়।এর পর তাকে ছেড়ে দেওয়া হয়।ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার নির্বাচনের সময় বোতল দিয়ে শরীর মোড়ানো দেখে ভোটাররা হতবাক হয়ে যান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।