রিপোর্টঃ মেহেদী হাসান অর্নব –
প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় বরিশালের সরকারি বিএম কলেজের এক ছাত্রীকে প্রকাশ্যে মারধর করেছে শাওন নামে এক বখাটে। পাশাপাশি ভুক্তভোগী ঐ তরুণীকে কোন প্রতিবাদ না করতে এবং কলেজে না আসতে হুমকি দিয়েছে সাগর নামে আরো এক যুবক। গতকাল (২৩ জানুয়ারি) বিকেলে বরিশাল বিএম কলেজ ক্যাম্পাসের সোনালী ব্যাংক শাখার বিপরীত এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বাদী হয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় ২ জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর মধ্যে প্রধান অভিযুক্ত নুজাইম শাওন (২২) বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী৷ ২য় অভিযুক্ত সাগর (২৪) বিএম কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। ভুক্তভোগীর দায়ের করা অভিযোগ পত্রের বিবরণী থেকে জানা গেছে- অভিযুক্ত শাওন দীর্ঘদিন ধরে বিভিন্ন মেয়েকে কু প্রস্তাব দিয়ে আসছিলো। সে ভুক্তভোগীকেও প্রেমের প্রস্তাব দিলে সে রাজী না হয়ে অন্যান্য বান্ধবীদের কাছে বিষয়টি বলে দেয়। এতে ক্ষিপ্ত হয় অভিযুক্ত শাওন। এরই জের ধরে গতকাল বিকেলে বিএম কলেজ ক্যাম্পাসে ভুক্তভোগীকে একা পেয়ে প্রচন্ড মারধর করে শাওন এবং ভুক্তভোগীর মোবাইলও ভেঙে ফেলে। এসময় প্রধান অভিযুক্ত শাওনের সাথে ছিলো আরেক অভিযুক্ত সাগর। তারা উভয়েই ভুক্তভোগীকে বিভিন্ন হুমকি দিয়ে চলে যায়৷
এর আগে সকালে এ ঘটনাট প্রতিবাদে বিএম কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দিয়ে প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা।