ঢাকাবুধবার , ১৩ জানুয়ারি ২০২১
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

ফসলী জমির মাটি কেটে নিচ্ছে ইট ভাটার মালিকরা

নবী-মাহমুদ, স্টাফ রিপোর্টার:
জানুয়ারি ১৩, ২০২১ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

উর্বর ফসলের জমির মাটি সরকারীভাবে কাটা নিষিদ্ধ থাকলেও তা মানছে না ইটভাটার মালিকরা। প্রতিনিয়ত বিভিন্ন ইউনিয়নের শত শত বিঘা উর্বর জমির মাটি কেটে ইট ভাটায় নিচ্ছে ভাটার মালিকরা। শুধু তাই নয় দিনরাত ২৪ ঘন্টা ইট ভাটায় নিয়ে যাওয়া এ সকল ড্রাম ট্রাক মাটির গাড়ির জন্য ভেঙ্গে যাচ্ছে গ্রাম থেকে শহরের রাস্তা।

যানজট সৃষ্টি হচ্ছে প্রতিটি মোড়ে মোড়ে। এ যেন দেখার কেউ নেই। শাহবাজপুর ইউনিয়নের কয়েকজন গ্রামবাসী অভিযোগ করে বলেন, আমাদের চারপাশে চাষযোগ্য উর্বর ফসলের মাটি প্রতিনিয়ত ভেগু মেশিন দিয়ে কেটে নিচ্ছে ইট ভাটার মালিকরা। এ সকল মাটি আবার ড্রাম ট্রাকের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে ইট ভাটাগুলোতে।

এতে করে এক দিকে যেমন আমাদের গ্রামের রাস্তা নষ্ট হচ্ছে অপরদিকে বাজারে প্রতিনিয়ত দেখা দিচ্ছে যানজট। গ্রামের বাজারেও ঘন্টাব্যাপী সৃষ্টি হয় যানজটের। যা খুবই দুঃখজনক। এভাবে ফসলের মাটি কাটা যদি বন্ধ না হয় তাহলে খুব দ্রুত আমরা বিপদে পড়ে যাব। তাই এই মাটি কাটা বন্ধে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।