উর্বর ফসলের জমির মাটি সরকারীভাবে কাটা নিষিদ্ধ থাকলেও তা মানছে না ইটভাটার মালিকরা। প্রতিনিয়ত বিভিন্ন ইউনিয়নের শত শত বিঘা উর্বর জমির মাটি কেটে ইট ভাটায় নিচ্ছে ভাটার মালিকরা। শুধু তাই নয় দিনরাত ২৪ ঘন্টা ইট ভাটায় নিয়ে যাওয়া এ সকল ড্রাম ট্রাক মাটির গাড়ির জন্য ভেঙ্গে যাচ্ছে গ্রাম থেকে শহরের রাস্তা।
যানজট সৃষ্টি হচ্ছে প্রতিটি মোড়ে মোড়ে। এ যেন দেখার কেউ নেই। শাহবাজপুর ইউনিয়নের কয়েকজন গ্রামবাসী অভিযোগ করে বলেন, আমাদের চারপাশে চাষযোগ্য উর্বর ফসলের মাটি প্রতিনিয়ত ভেগু মেশিন দিয়ে কেটে নিচ্ছে ইট ভাটার মালিকরা। এ সকল মাটি আবার ড্রাম ট্রাকের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে ইট ভাটাগুলোতে।
এতে করে এক দিকে যেমন আমাদের গ্রামের রাস্তা নষ্ট হচ্ছে অপরদিকে বাজারে প্রতিনিয়ত দেখা দিচ্ছে যানজট। গ্রামের বাজারেও ঘন্টাব্যাপী সৃষ্টি হয় যানজটের। যা খুবই দুঃখজনক। এভাবে ফসলের মাটি কাটা যদি বন্ধ না হয় তাহলে খুব দ্রুত আমরা বিপদে পড়ে যাব। তাই এই মাটি কাটা বন্ধে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।