।
মোহাম্মদ ইসমাইল, ফেনী প্রতিনিধি
১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস, দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও’।
১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। পরে ১৯৫০ সালে ১০ ডিসেম্বর দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করে।বাংলাদেশে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
ফেনীতে বিশ্ব মানবাধিকার দিবস- ২০২১ উপলক্ষে শোভাযাত্রা আলোচনাসভা ও র্যালি হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি ফেনী জেলা শাখার সভাপতি আলহাজ্ব ওমর ফারুক ভূঞার সভাপতিত্ব ও সংগঠনের নির্বাহী সদস্য এড. গাজী তারেক আজিজ’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। র্যালি ফেনী শহরের প্রধান সড়ক অতিক্রম করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়।
বিশ্ব মানবাধিকার দিবসের প্রতিপাদ্য নিয়ে এসময় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক ও ফেনী বারের সিনিয়র আইনজীবী এড. সৈয়দ আবুল হোসেন, সংস্থার সিনিয়র সহসভাপতি মোঃ মহসিন ভূঞা, আইন বিষয়ক সম্পাদক এড. এমদাদ হোসাঈন, সহ সাধারণ সম্পাদক আবদুল মালেক প্রমূখ।
এসময় আরও উপস্থিত ছিলেন- সংস্থার কেন্দ্রীয় বিশেষ পরিদর্শক সাংবাদিক গাজী মোহাম্মদ হানিফ, ফেনীর সহকারী সেটেলমেন্ট অফিসার আবদুল বারি, সংস্থার নির্বাহী সদস্য শাহ আলম ভূঞা, দৃষ্টি প্রতিবন্ধী সম্পাদক নাছির উদ্দিন ভূঞা, সোনাগাজী শাখার সভাপতি আফতাব হোসেন মমিন ভূঞা, সহসভাপতি আমির হোসেন, মাস্টার আবদুস শুক্কুর সহ সংস্থার জেলা ও উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের সদস্য ও নেতৃবৃন্দ।
বক্তাগণ এবারের মানবাধিকার দিবসের প্রতিপাদ্য ‘বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও’ বিষয়ে বক্তব্য রাখেন ও মানবাধিকার রক্ষায় সকলকে নিজনিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ ও উদাত্ত আহ্বান জানান।