ফেনী প্রতিনিধি:-
ফেনী জেলার মাননীয় সুযোগ্য পুলিশ সুপার জনাব খোন্দকার নূরুন্নবী বিপিএম, পিপিএম মহোদয়ের বিশেষ দিক নির্দেশনায়.
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জনাব মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব নিশান চাকমা, ছাগলনাইয়া সার্কেল এর তত্ত্বাবধানে.
পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শওকত হোসেন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ তহিদুল ইসলাম এর সার্বিক সহায়তায় এসআই(নিঃ) মোঃ আশরাফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ
ফেনী রেল স্টেশনসহ শহরের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করিয়া পরশুরাম থানার এফ আই আর নং-১/২৭, তারিখ- ০১ মার্চ, ২০২১; ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড-১৮৬০ এই মামলার ঘটনারস্থল পরশুরাম থানাধীন পরশুরাম বাজারস্থ হাসপাতাল মোড় কলেজ রোড মাহফুজা কমপ্লেক্স মোবাইল জোন নামক দোকানের মালিক বাদী কাজী রেজাউল করিম (৩৮), পিতা- মৃত কাজী মজিবুর রহমান, গ্রাম- দক্ষিণ কোলাপাড়া (প্রফেসর বাড়ী) , থানা- পরশুরাম, জেলা-ফেনী
এর দায়েরকৃত মোবাইল ফোন চুরির মামলার আসামী ১. কবির হোসেন প্রকাশ সোহেল প্রকাশ টুম্পা(১৯), পিতা-শাহ আলম, মাতা-হনুফা খাতুন, সাং-সলিয়া (হোনা মিয়ার বাড়ী/অনন্তপুর), থানা-পরশুরাম, জেলা-ফেনী, ২. সোহাগ(২৫), পিতা-মৃত ইন্তু মিয়া, সাং-বাঘমারা (আলকরা ইউপি), থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা বর্তমানে সাং-বিরিঞ্জি (৪নং ওয়ার্ড), থানা+জেলা-ফেনী, ৩. হানিফ(৩৫), পিতা-আবুল কাশেম, সাং-পূর্ব সাহেবনগর (আমিন মেম্বার বাড়ী), থানা-পরশুরাম, জেলা-ফেনীদের নিকট হইতে বাদীর দোকানের লুণ্ঠিত এন্ড্রয়েড একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উক্ত চুরি ঘটনার সহিত সম্পৃত্ত থাকিয়া মোবাইল ফোন চুরি করিয়াছে মর্মে স্বেচ্ছায় দোষ স্বীকার করে।এবং তাহার সহযোগী অপরাপর চোরদের নাম-উল্লেখ্য পূর্বক স্বীকার করে। ধৃত চোরেরা অত্র থানায় আরো বিভিন্ন জায়গায় চুরি করিয়াছে মর্মে তাহাদের বক্তব্যে প্রকাশ পায়। তাহারা ফেনী জেলার বিভিন্ন থানায় সংঘবদ্ধভাবে চুরি করিয়া থাকে মর্মে জানায়।