সিরাজ উল্লাহ(কোম্পানীগঞ্জ, নোয়াখালী)প্রতিনিধিঃ-
ফেনী জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি, ধর্মপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজহারুল হক আরজুর মৃত্যুতে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার উদ্যোগে বঙ্গবন্ধু চত্বরে আজ শুক্রবার সন্ধ্যায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মেয়র আবদুল কাদের মির্জা এক শোক বার্তায়
ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, আওয়ামীলীগের ত্যাগী নেতা আজহারুল হক আরজুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করুক এই দোয়া কামনা করে দোয়ার মাহফিলের আয়োজন করা হয় এবং তার পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।মেয়র আবদুল কাদের মির্জা আরো বলেন ফেনীর অপরাজনীতির ষড়যন্ত্রের স্বীকার আরজু, অনেক লাঞ্ছিত-বঞ্ছিত হয়ে তীব্র মানষিক ছাপ সহ্য করতে না পারায় মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরলোকগমন করেছেন আজহারুল হক আরজু।অপ্রত্যাশিত এ মৃত্যু ফেনীর অপরাজনীতি বহিঃপ্রকাশ বলে মনে করেন মেয়র আবদুল কাদের মির্জা।
দোয়ার মাহফিল অনুষ্ঠানে আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ নেতা কর্মী সহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিত ছিলেন।