ঢাকাবুধবার , ২০ জানুয়ারি ২০২১
৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ২১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ মঙ্গলবার
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকে ভাইরাল কুলসুমের প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে চাঁদপুর ডিপিইও’র কর্মতৎপরতা।

Agrajatra 24
জানুয়ারি ২০, ২০২১ ১০:১২ পূর্বাহ্ণ
Link Copied!

হাছিনুর আকরামঃ চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (বা সংক্ষেপে ডিপিইও) মোঃ শাহাবুদ্দিন আহমেদ ফেসবুকে ভাইরাল হওয়া কুলসুমের প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের জন্য তাঁর অধিনস্তদের নিয়ে কাজ শুরু করেছেন। ইতিমধ্যে মেয়েটির বাসার নিকটস্থ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিসহ স্কুল ড্রেস এবং আনুষঙ্গিক বিষয়াদি মেয়েটির কাছে পৌঁছানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছেন।

উল্লেখ্য, এর আগে কুলসুম নামে ০৯ বছরের এক ভ্যানচালক মেয়ের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় মেয়েটি তার পরিবারের ভরণপোষণের জন্য ডাস্টবিন থেকে ময়লা কুঁড়িয়ে নিজেই ভ্যান চালিয়ে সেসব পরিবহন করে। ভিডিওটি ভাইরাল হলে তা চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, অঞ্জনা খান মজলিশের দৃষ্টিগোচর হয়। তিনি তৎক্ষণাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান-মাহমুদ-ডালিমকে সরেজমিনে মেয়েটির বাড়ি অনুসন্ধান করার জন্য পাঠান। নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক অনুসন্ধানের পর জানা যায়, মেয়েটির পিতা এবং মাতা দুজনেই শারীরিকভাবে অসুস্থ এবং জীবিকা অর্জনের মতো কর্মক্ষম নন। অধিকন্তু, তাদের বাসস্থানও জীর্ণশীর্ণ এবং স্বাস্থ্যসম্মত নয়। এমতাবস্থায়, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ মেয়েটির পরিবারের দুরাবস্থা লাঘব করার জন্য তাদেরকে ২ বান্ডিল টিন প্রদান করেন। একইসাথে ঘরে নতুন টিন লাগানোর জন্য ৬’হাজার টাকা নগদ প্রদান করেন। একইসাথে, মেয়েটির পিতা ও মাতার চিকিৎসার জন্য সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্যাহকে দায়িত্ব প্রদান করেন। চিকিৎসাকালীন সময়ে দৈনন্দিন কার্যনির্বাহের জন্য তিনি ঐ পরিবারকে আরো ১০’হাজার টাকা প্রদান করেন। এ পরিবারের সার্বিক কার্যক্রম মনিটর করার জন্য চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার, সানজিদা শাহনাজকে দায়িত্ব প্রদান করা হয়। এবং তার পড়ালেখা নিশ্চিত করার জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহাবুদ্দিন আহমেদকে দায়িত্ব প্রদান করা হয়।

জেলা প্রশাসকের নির্দেশনা বাস্তবায়নের জন্য জেলা প্রথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাহাবুদ্দীন আহমেদ এই উদ্যোগ গ্রহণ করেন। তিনি চাঁদপুর দর্পণকে জানান, “আমরাতো যাকাত-সাদকা অনেককেই দেই। কিন্তু এধরণের প্রকৃত অভাবীদের পাশে দাঁড়াতে পারলে আত্মতৃপ্তি পাওয়া যায়। ইতিমধ্যে আমি আমার কলিগদের এবং মেয়েটির নিকটস্থ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আহ্বান করেছি, মেয়েটির পাশে দাঁড়ানোর জন্য।”

হাছিনুর আকরাম, চাঁদপুর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।