কুষ্টিয়াতে নিমার্ণাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে জামালপুর সদর উপজেলা কেন্দুয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ী বাজারের সেচ্ছাসেবক লীগের আয়োজনে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সমাবেশে রুপ নেই।
প্রতিবাদ সমাবেশে কেন্দুয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি ছাইদুর রহমান সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ রাজিব সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুক হক নুরুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক হাফিজুর রহমান ইরমল, বন ও পরাবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন মিষ্টার, সদস্য গোলাম রাকিব তারা, জহুরুল ইসলাম, খোরশেদ আলম, ২ নং ওয়ার্ড আওয়ামী লীহের সাধারন সম্পাদক আব্দুল মান্নান, সাবেক ছাত্র নেতা মাইনুল হাসান খান সোহেল, ২ নং ওয়ার্ড আ,লীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইউপি সদস্য নূর নাহার নরী, কেন্দুয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মামুনুর-রশিদ, খালেদুল ইসলাম রতন, যুগ্ন-সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মহর আলী, দপ্তর সম্পাদক মাজাহারুল ইসলাম ভুইয়া, সহ-দপ্তর আল আমিন, তথ্য ও গবেষনা বিষয়ক রফিকুল ইসলাম বিপুল, আইন বিষয়ক শেহার আলী, শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সরোয়ার হোসেন, ধর্ম বিষয়ক মুনছুর, সদস্য জাহিদ হাসান, কেন্দুয়া ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক মঞ্জুরুল ইসলাম ভুইয়া, যুগ্ন-আহবায়ক আব্দুল আজিজ, কেন্দুয়া সাংগঠনিক ছাত্র লীগের সাবেক যুগ্ন-আহবায়ক গোলাম মেহেদী, কেন্দুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মিঠু, সহ-সভাপতি বিজয়, আওয়ামী লীগ কর্মী মোবারক হোসেনসহ অনেকে। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সার্বিক ভাবে পরিচালনা করেন জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ্ মো: গোলাম নবী।
প্রতিবাদ সমাবেশে বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবী জানান।