বাথুলী সাদী নবীন ক্রীড়া সংঘের উদ্যোগে ২৮/১২/২০২০ তারিখে দাপনাজোর স্কুল মাঠে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত শাহ আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধনী খেলায় সখিপুর স্পোর্টস ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে শুভ সুচনা করেছে।
বাথুলী সাদী নবীন ক্রীড়া সংঘ একই মাঠে গত টুর্নামেেন্টের চ্যাম্পিয়ন দল। ইতিপূর্বে তারা করটিয়া একাদশকে ট্রাইবেকারে ৫-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিলো ঐতিহ্যের ধারক হিসেবে এবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষে এগিয়ে যাচ্ছে বাথুলী সাদী নবীন ক্রীড়া সংঘ ১৯৭৮ সালের সংগঠনটি বাথুলী সাদী গ্রামের তৎকালীন কিছু উদ্দোমির হাত ধরে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিকে সফলতার স্বাক্ষর রেখে চলছে নবীন ক্রীড়া সংঘ।
সভাপতি, আব্দুল মোমেন সাহেব, প্রধান অতিথি,কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক,খেলার উদ্বোধক,শাহ আলম মিয়া প্রোপাইটর – তরী ইন্টারন্যাশনাল ঢাকা,প্রধান আলোচক,নাজমুল হুদা খান বাহাদুর সাধারণ সম্পাদক,বাসাইল উপজেলা ক্রীড়া সংস্থা,বিশেষ অতিথি, মোহসীনুজ্জামান,মেম্বার ২ নং ওয়ার্ড দাপনাজোর।এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।