কুয়াশার কারণে আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) মধ্যরাত থেকে বঙ্গবন্ধু সেতুর টোল আদায় মাঝে মধ্যেই বন্ধ রাখায় সেতুর উভয় পাশে প্রায় ৫০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও যাত্রীরা। ভোগান্তিতে পড়েছে ঢাকাগামী সবজি ভর্তি ট্রাকগুলো।
ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সেতু পূর্ব পাড় থেকে টাঙ্গাইলের করটিয়া পর্যন্ত ও সেতু পশ্চিম সংযোগ সড়ক থেকে সিরাজগঞ্জ রোড পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি রয়েছে।
সেতু কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বেশ কয়েকবার টোল আদায় বন্ধ রাখা হয়। এজন্য কয়েক ঘন্টা সেতুর উপর দিয়ে যানচলাচল করতে পারেনি। তাই সেতুর ওপরসহ দুই পাড়ে যানবাহন আটকা পড়ার ফলে যানজটের সৃষ্টি হয়। পরে টোল আদায় শুরু করা হলে ধীরগতিতে যানচলাচল করছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।