জুয়েল রানা
রাঙ্গাবালী, প্রতিনিধি।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলাধীন বড়বাইশদিয়া ইউনিয়নে, বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে, ইউনিয়ন আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে, বড়বাইশদিয়ার প্রানকেন্দ্র তক্তাবুনিয়া বাজার আওয়ামীলীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিলটি ইউনিয়ন পরিষদ ও বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিছিলটি শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, বড়বাইশদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব হেলাল উদ্দিন সান্টু ও সাধারণ সম্পাদক জনাব রিয়াজ উদ্দিন আহমেদ ও উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীরা। এ সময় বক্তারা বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি-জামায়াত কোন প্রকার সন্ত্রাস-নৈরাজ্যের সৃষ্টি করলে তা কঠোরভাবে দমন করা হবে। জননেত্রী শেখ হাসিনার ও আওয়ামীলীগের প্রশ্নে আমরা আপোষহীন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা বড়বাইশদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ একটি সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ পরিবার।