।
রিপোর্টঃ আবির মাহমুদ
মাস্ক পড়ার অভ্যেস,করোনামুক্ত বাংলাদেশ ” এই স্লোগান নিয়ে অনুসন্ধানমূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা’র উদ্যোগে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধানে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন শুরু হয়েছে। ১৩ এপ্রিল মঙ্গলবার রাজধাণীর মিরপুরে অগ্রযাত্রা’র অনুসন্ধান বিভাগ এন্টি ক্রাইম ইউনিটের প্রধান কার্যালয় এর উদ্বোধন করেন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক এইচ এম মেহেদী হাসান অর্নব। এরই ধারাবাহিকতায় আজ ১৮/৪/২০২১ তারিখে বরিশাল ব্যুরোতে কর্মরত রিপোর্টারদের নিয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন অগ্রযাত্রা’র বরিশাল ব্যুরোতে কর্মরত অগ্রযাত্রা পত্রিকার ব্যুরো ইনচার্জ, মোঃ আলাউদ্দিন আকন, সিনিয়র স্টাফ ত্রুাইম রিপোর্টার আমিনুল ইসলাম মেহেদী , সিনিয়র স্টাফ ফটোগ্রাফার আবির মাহমুদ, ক্যাম্পেইনের অংশ হিসেবে স্থানীয় পথচারী,দোকানদার, দিনমজুর,সবজী ব্যবসায়ী,সহ বিভিন্ন পেশার লোকজনকে অগ্রযাত্রা’র এন্টি ক্রাইম ইউনিটের লোগো সম্বলিত ডবল লেয়ারের উন্নতমানের কালো কাপড়ের মাস্ক বিতরণ করা হয়৷ এসময় নিয়মিত মাস্ক পরিধান করতে, সামাজিক দুরত্ব বজায় রাখতে ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত সরকারী সকল নির্দেশনা মেনে চলতে সকলকে অনুরোধ করা হয়।
অগ্রযাত্রা’র সিনিয়র স্টাফ ত্রুাইম রিপোর্টার আমিনুল ইসলাম মেহেদী ,বলেন এই লকডাউনে যারা দিন মজুর এবং যার জীবিকার তাগিদে বাহিরে বের হন তারা যেনো অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করে। ব্যক্তিগত জীবনের পাশাপাশি জনসচেতনতাকেও গুরুত্ব দিতে হবে। তাহলে এই মহামারী থেকে আমারা অবশ্যই মুক্তি পাবো। তারই ধারাবাহিকতায় অগ্রযাত্রা’র পক্ষ থেকে এই ক্যাম্পেইনের আওতায় সারাদেশের ৮ বিভাগেই অগ্রযাত্রা’র লোগো সম্বলিত ডবল লেয়ারের উন্নতমানের মাস্ক বিতরণ করার কর্মসূচি গ্রহণ করা হয়। যার অংশ হিসেবে বরিশাল ব্যুরোতে ও ক্যাম্পেইন করা হয়। অগ্রযাত্রা’র সিনিয়র স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম মুন্সী সৌজন্যে এই মাস্কগুলো তৈরি করা হয়েছে।